Beta

মাঠে খেলছিল শিশুটি, প্রাণ কেড়ে নিল বাস

০৯ মে ২০১৯, ১৩:৪৭

নিজস্ব সংবাদদাতা
শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল। ছবি : সংগৃহীত

রাজধানীর মিরপুর এলাকায় বাসার পাশেই একটি মাঠে খেলা করছিল শিশু আলিফ (৮)। কে জানত, ওই সময়ই মাঠের ভেতরে ঢুকে পড়বে বাস; খেলতে খেলতেই প্রাণ যাবে শিশুটির?

গতকাল বুধবার রাত ৯টায় মিরপুরের পাইকপাড়া স্টাফ কোয়ার্টার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শিশু আলিফ ফরিদপুর সদর উপজেলার পোশাক শ্রমিক শাহিন মিয়ার ছেলে। বর্তমানে সে পরিবারের সঙ্গে মিরপুর পাইকপাড়া স্টাফ কোয়ার্টার এলাকায় থাকত।

নিহত আলিফের মামা সিরাজ হাওলাদার জানান, বাসার সামনে রাস্তার পাশের একটি মাঠে খেলছিল আলিফ। তখন একটি বাস মাঠের মধ্যে ঢুকে আলিফকে চাপা দেয়। পরে শিশুটিকে দ্রুত শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘটনার পরই এলাকাবাসী ঘাতক বাসটি ভাঙচুর করে এবং কিছু সময় ধরে বিক্ষোভ করে। ঘটনাস্থলে গিয়ে আমরা বাসটি জব্দ করেছি। তবে বাসের চালক পালিয়ে যাওয়ায় তাঁকে আটক করা যায়নি।’

বাসটির চালকের বদলে অন্য কেউ বাসটি চালাচ্ছিল বলে জানিয়েছেন ওসি দাদন ফকির। তিনি বলেন, ‘এর বেশি কিছু জানা যায়নি।’

শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

Advertisement