Beta

ঘূর্ণিঝড় ফণী মোকাবিলা

নোয়াখালীতে ২৫০টি আশ্রয়কেন্দ্র ও ৬৫০০ স্বেচ্ছাসেবক প্রস্তুত

০২ মে ২০১৯, ১৬:১৭

মো. মাসুদ পারভেজ, নোয়াখালী
বুধবার সন্ধ্যার পরে নোয়াখালীর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা ঘূর্ণিঝড় প্রস্তুতি কমিটির জরুরি সভা হয়। ছবি : এনটিভি

ঘূর্ণিঝড় ‘ফণি’ মোকাবিলায় নোয়াখালীতে ২৫০টি আশ্রয়কেন্দ্র ও সাড়ে ছয় হাজার স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক তন্ময় দাস। বুধবার সন্ধ্যার পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা ঘূর্ণিঝড় প্রস্তুতি কমিটির এক জরুরি সভায় এ তথ্য জানানো হয়েছে।

সভায় জেলা প্রশাসক তন্ময় দাস জানান, সম্ভাব্য ফণীর আঘাতের পর ক্ষতিগ্রস্তদের জন্য ছয় হাজার প্যাকেট শুকনা খাবার, ২০০ মেট্রিক টন চালসহ প্রয়োজনীয় সংখ্যক যানবাহন ও মেডিকেল টিমও প্রস্তুত রাখা হয়েছে। এ ছাড়া জেলার সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে। উপকূলীয় চার উপজেলা হাতিয়া, সুবর্ণচর, কোম্পানীগঞ্জ ও কবিরহাটে লাল পতাকা উত্তোলন ও প্রচার মাইক বের করা হচ্ছে। এ ছাড়া হাতিয়ার সঙ্গে সব ধরনের নৌচলাচল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে উপজেলা প্রশাসন।

Advertisement