Beta

ফরিদপুরে বাসচাপায় পথচারী নিহত

১৫ এপ্রিল ২০১৯, ১৬:৩৩

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় বাসের চাপায় নিহত রাফেজা বেগমের স্বজনদের আহাজারি। ছবি : এনটিভি

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় লোকাল বাসের চাপায় রাফেজা বেগম (৩০) নামের এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় আরো দুই পথচারী আহত হয়েছেন।

আজ সোমবার বেলা ১১টার দিকে উপজেলার শীলাবাড়ী এলাকার শীলাবাড়ী ব্রিজের সামনে ফরিদপুর-চাঁদহাট আন্তঃজেলা সড়কে ওই দুর্ঘটনা ঘটে। হতাহতরা সবাই শীলাবাড়ীর বাসিন্দা।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, নগরকান্দার চাঁদহাট থেকে ফরিদপুরগামী যুবরাজ পরিবহনের একটি লোকাল বাস শীলাবাড়ী ব্রিজ এলাকায় রাফেজাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ সময় আরো দুই পথচারী আহত হন।

পরে বিক্ষুব্ধ এলাকাবাসী গাছের গুঁড়ি ফেলে মহাসড়ক অবরোধ করেন। খবর পেয়ে নগরকান্দা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আহতরা বর্তমানে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

Advertisement