অগ্নিকাণ্ডের দায় সরকারকে নিতে হবে : মির্জা ফখরুল

Looks like you've blocked notifications!
বনানীর এফ আর টাওয়ার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি : এনটিভি

সরকারের কোন জবাবদিহিতা নেই বলেই রাজধানীতে একের পর এক অগ্নিকান্ডের ঘটনা ঘটছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বনানীর অগ্নিকান্ডকে হত্যাকান্ড হিসেবে অভিহিত করে তিনি বলেন, ‘সরকারকে এর দায় নিতে হবে।’

আজ শুক্রবার বিকেলে বনানীর এফ আর টাওয়ার পরিদর্শন শেষে মির্জা ফখরুল সাংবাদিকদের কাছে এসব মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, ‘কিছুদিন ধরে পরপর বেশ কয়েকটি এই ধরণের অগ্নিকাণ্ড ঘটল। এটা এক কথায় বলা যেতে পারে যে সরকারের অবহেলা, কর্তৃপক্ষের অবহেলা। যারা দায়িত্বে থাকেন তাদের কারণেই এটা ঘটতে পারে। এটাকে অবশ্যই হত্যাকাণ্ড বলতে হবে এজন্য যে তারা তাদের দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছে। দেশে একটা নৈরাজ্যের মতো অবস্থা সৃষ্টি হয়েছে, যে কারণেই আসলে এমন হত্যাকাণ্ড ঘটতে পারছে।’

মির্জা ফখরুল বলেন, ‘একটা লোক লাফ দিয়ে পড়লে তো নেট থাকে সেই নেটের ব্যবস্থা আমি এখানে দেখিনি।’ তিনি বলেন, ‘বিল্ডিংগুলো এমন হয়েছে যে ঘন ঘন, সেখানে গ্যাপ পর্যন্ত নেই। কর্তৃপক্ষ, রাজউক এবং অন্যান্য যারা আছে তাদের অবহেলার কারণেই এই সমস্ত দুর্ঘটনাগুলো ঘটছে।’