Beta

নিখোঁজ সাবেক রাষ্ট্রদূত জামান ফিরে এসেছেন

১৬ মার্চ ২০১৯, ২০:৪৩

ইউএনবি
রাষ্ট্রদূত মারুফ জামান। ফাইল ছবি

ভিয়েতনামে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মারুফ জামান শুক্রবার রাতে বাড়ি ফিরে এসেছেন বলে তাঁর এক মেয়ে জানিয়েছেন।

মেয়ে শবনম জামান নিজের ফেসবুক ওয়ালে লিখেন, ‘সাড়ে ১৫ মাস বা ৪৬৭ দিন পর...আমার বাবা ফিরে এসেছেন।’

এ সময় যারা তাঁদের পাশে থেকে সমর্থন জুগিয়েছেন তাঁদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন শবনম ও তাঁর বোন সামিহা জামান।

শবনম আরো লিখেন, তাদের এখন একান্ত সময় প্রয়োজন, যাতে তারা বিষয়টি কাটিয়ে উঠতে পরেন। ‘এ মুহূর্তে আমাদের আর কোনো মন্তব্য বা বিস্তারিত জানানোর নেই।’

মারুফ জামান নিজের মেয়েকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিতে ২০১৭ সালের ৪ ডিসেম্বর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ধানমন্ডির বাসা থেকে বের হন। কিন্তু তিনি পরে বিমানবন্দরে যাননি বা বাসায়ও ফেরেননি। এরপর থেকে নিখোঁজ হয়েছিলেন তিনি।

মারুফ জামানের নিজের চালানো প্রাইভেটকারটি পরে পুলিশ ৩০০ ফুট সড়ক থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে।

Advertisement