Beta

‘সুশাসন প্রতিষ্ঠা করলে দুর্ঘটনা এড়ানো যাবে’

১৬ মার্চ ২০১৯, ২০:৩৮

নিজস্ব প্রতিবেদক
জাতীয় প্রেসক্লাবে আয়োজিত আলোচনায় বক্তব্য দেন সৈয়দ আবুল মকসুদ। ছবি : এনটিভি

সুশাসনের অভাবেই পুরান ঢাকার নিমতলী ও চকবাজারের অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। যতদিন এই সুশাসন বাস্তবায়ন করা না যাবে ততদিন এ ধরনের ঘটনা ঘটতেই থাকবে।

আজ শনিবার জাতীয় প্রেসক্লাবে সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত গোলটেবিল আলোচনায় বক্তারা এসব কথা বলেন।

সুজনের সহ সভাপতি গবেষক সৈয়দ আবুল মকসুদ বলেছেন, ‘মকসুদ নিমতলীর ঘটনাটা দুইটি মেয়ের বিয়ের ঘটনা দিয়ে ধামাচাপা পড়ে গেল। রাষ্ট্র কোনো তামাশার জায়গার না। সুশাসন প্রতিষ্ঠা করা গেলে এ ধরণের দুর্ঘটনা এড়ানো যাবে।’

অনুষ্ঠানে বক্তারা বলেন, ‘সরকার এবং ব্যবসায়ীরা মনে প্রাণে চায় না বলেই পুরান ঢাকা থেকে ক্যামিকেলের গোডাউন সরানো সম্ভব হচ্ছে না। আবাসিক এলাকায় বাণিজ্যিক স্থাপনা সরকারের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর চোখের সামনেই হচ্ছে। অথচ কোন পদক্ষেপ নেয়া হচ্ছে না। মূলত তাদের যোগসাজসেই অবৈধভাবেই চলছে এসব ব্যবসা। সরকারের যেসব প্রতিষ্ঠানের অনিয়ম দেখার কথা তাদের যদি শক্তিশালী করা না যায়, তাহলে কোনকিছুই বাস্তবায়ন করা যাবে না।’ এসব প্রতিষ্ঠানকেও জবাবদিহির আওতায় আনার আহ্বান জানান বক্তারা।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার।

Advertisement