Beta

নিউজিল্যান্ডে হামলায় হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক ও নিন্দা

১৫ মার্চ ২০১৯, ২০:১৬

ইউএনবি
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে শুক্রবার জুমার নামাজের সময় দুটি মসজিদে সন্ত্রাসী হামলায় হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গভীর শোক ও নিন্দা জানিয়েছেন। 

দেশটির প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্নের কাছে পাঠানো এক বার্তায় শেখ হাসিনা হামলায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন এবং সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানান।

নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন বলেছেন, ‘এটি নিউজিল্যান্ডের ইতিহাসের একটি অন্ধকারতম দিন।’

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে শুক্রবার জুমার নামাজের সময় দুটি মসজিদে সন্ত্রাসী হামলায় অন্তত ৪৯ জন নিহত হয়েছেন। গুলিবিদ্ধ হয়েছেন আরো ২০ জন।

পরিকল্পিত এ হামলার ঘটনার পর কর্তৃপক্ষ এক নারী ও তিন পুরুষকে আটক করেছে।

Advertisement