Beta

বনভোজন থেকে বাড়ি ফেরা হলো না হাসানের

১৩ মার্চ ২০১৯, ১৭:২২

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় ট্রাকচাপায় হাসান (৯) নামে তৃতীয় শ্রেণির এক ছাত্র নিহত হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার জালশুকা রেলগেট এলাকায় শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কে ওই দুর্ঘটনা ঘটে।

নিহত হাসান ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার চরকালী বাজাইল গ্রামের আলী হোসেনের ছেলে। সে উপজেলার ভাটিপাড়া বালার চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণিতে পড়ত।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুর রহমান জানান, আজ সকালে শিক্ষকদের তত্ত্বাবধানে বনভোজনে অংশ নিতে বালার চর স্কুল থেকে বাসে করে দুর্গাপুরের পথে রওনা দেয় ৪০ থেকে ৪৫ জন শিক্ষার্থী। পথে তাদের প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার প্রয়োজন হলে বাসটি জালশুকা রেলগেট এলাকায় থামে। সে সময় রাস্তা পারাপারকালে দুর্গাপুরগামী দ্রুতগতির একটি ট্রাক (ময়মনসিংহ-ট-১১-০৩৯১) হাসানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে নিহত হয়।

তৎক্ষণাৎ উত্তেজিত জনতা ধাওয়া করে ট্রাকসহ চালক নাজমুল ইসলাম (২৪) ও সহকারী সাইফুল ইসলামকে (১৬) আটক করে পুলিশে সোপর্দ করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

Advertisement