Beta

লক্ষ্মীপুরে পিকআপ ভ্যানচাপায় পথচারী নিহত

১৩ মার্চ ২০১৯, ১৬:২৫

লক্ষ্মীপুরে পিকআপ ভ্যানের চাপায় আহতদের সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। ছবি : এনটিভি

লক্ষ্মীপুরে মাছবাহী পিকআপ ভ্যানের চাপায় আবুল কাশেম (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। একই ঘটনায় আরো তিনজন আহত হয়েছেন।

আজ বুধবার সকালে সদর উপজেলার ঢাকা-রায়পুর মহাসড়কের বটতলী নামক স্থানে ওই দুর্ঘটনা ঘটে। নিহত আবুল কাশেম উপজেলার মান্দারী ইউনিয়নের রতনেরখিল এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, আজ সকালে বটতলী এলাকায় রাস্তা পার হওয়ার সময় লক্ষ্মীপুর থেকে ছেড়ে যাওয়া মাছবাহী একটি পিকআপ ভ্যান আবুল কাশেমকে চাপা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ছাড়া একই ঘটনায় সুমন, সুরুজ ও রহিম নামে আরো তিনব্যক্তি আহত হন।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান খান জানান, ময়নাতদন্তের উদ্দেশে আবুল কাশেমের মরদেহ বর্তমানে সদর হাসপাতালে মর্গে আছে।

Advertisement