Beta

৪ ঘণ্টা পর পাটু‌রিয়া-দৌলত‌দিয়া রুটে ফেরি চলাচল শুরু

১২ মার্চ ২০১৯, ১১:৩৪

ঘন কুয়াশার কারণে বন্ধ থাকার পর চালু হয়েছে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল। ছবি : এনটিভি

ঘন কুয়াশার কারণে চার ঘণ্টা বন্ধ থাকার পর চালু হয়েছে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল।

আজ মঙ্গলবার সকাল সা‌ড়ে ৮টার দিকে কুয়াশা কমতে শুরু করলে এই রুটে সব ফেরি চলাচল শুরু হয়। এর পর থেকে উভয় পাড়ের ঘাট এলাকায় আটকে পড়া দুই শতাধিক বাস-ট্রাকসহ বিভিন্ন ধরনের যানবাহন ফেরিতে পারাপার করা হচ্ছে।

এর আগে আজ ভোর সা‌ড়ে ৪টার দিকে এই নৌপথে ফেরি চলাচল বন্ধ করা হয়। ফলে দুর্ভোগে পড়েন শত শত যাত্রীসহ যানবাহন শ্রমিকরা।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মহিউদ্দিন রাসেল জানান, আজ ভোর সা‌ড়ে ৪টার দিকে পদ্মা অববাহিকায় কুয়াশার তীব্রতা বেড়ে গেলে এই নৌপথ কুয়াশায় আচ্ছন্ন হয়ে পড়ে। এ সময় যাত্রী ও যানবাহনবোঝাই সাত‌টি ফেরি কুয়াশায় দিক হারিয়ে মাঝ নদীতে নোঙর করে। এ কারণে দুর্ঘটনা এড়াতে নৌপথে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।

পাটুরিয়া ঘাটে চারটি ও দৌলতদিয়া ঘাটে পাঁচটি ফেরি পন্টুন ও এর আশপাশে অবস্থান করে।

সকাল সা‌ড়ে ৮টার দিকে কুয়াশার তীব্রতা কমে গেলে ফেরি চালু করা হয় বলে জানান মহিউদ্দিন রাসেল।

Advertisement