ঘন কুয়াশায় পাটুরিয়ায় ফেরি চলাচল ব্যাহত

Looks like you've blocked notifications!

ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে সা‌ড়ে তিন ঘণ্টা বন্ধ থাকার পর আবার ফেরি চলাচল শুরু হয়েছে।

আজ শনিবার সকাল ৮টার দিকে কুয়াশা কমে গেলে এই নৌপথের সব ফেরি চালু করা হয়। এরপর থেকে উভয় পাড়ের ঘাট এলাকায় আটকেপড়া দুই শতাধিক বাস-ট্রাকসহ বিভিন্ন ধরনের যানবাহন ফেরিতে পারাপার করা হচ্ছে।

এর আগে ভোর  সা‌ড়ে ৪টার দিকে এ নৌপথে ফেরি চলাচল বন্ধ করা হলে শত শত যাত্রীসহ যানবাহন শ্রমিকরা দুর্ভোগে পড়ে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মহিউদ্দিন রাসেল জানান, ভোর  সা‌ড়ে ৪টার দিকে পদ্মা অববাহিকায় কুয়াশার তীব্রতা বেড়ে এই নৌপথ আচ্ছন্ন হয়ে পড়ে। এ সময় যাত্রী ও যানবাহন বোঝাই তিন‌টি ফেরি কুয়াশায় দিক হারিয়ে মাঝ নদীতে নোঙর করে। এ কারণে দুর্ঘটনা এড়াতে নৌপথে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়।

পাটুরিয়া ঘাটে আরো ১১টি এবং দৌলতদিয়া ঘাটে চারটি ফেরি পন্টুন ও এর আশপাশে অবস্থান করে। সকাল ৮টার দিকে কুয়াশা তীব্রতা কমে গেলে ফেরি চালু করা হয়েছে বলে জানান রাসেল।