৬ ঘণ্টা পর শিমুলিয়া-কাঁঠালবাড়ী ফেরি শুরু

Looks like you've blocked notifications!

ঘন কুয়াশার কবলে পড়ে দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌপথে বন্ধ করা হয়েছিল ফেরি পারাপার। ছয় ঘণ্টা ফেরি পারাপার বন্ধ থাকার পর তা আবার চালু করা হলো।

ঘন কুয়াশা কেটে গেলে আজ বুধবার সকাল ১০টার দিকে এই নৌপথে ফেরি পারাপার চালু হয়।

এর আগে আজ ভোর ৪টার দিকে ঘন কুয়াশার কারণে নৌপথে ফেরি পারাপার বন্ধ হয়ে যায়। এ সময় নৌপথে স্পিডবোট ও লঞ্চসহ অন্যান্য নৌযান পারাপারও বন্ধ থাকে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) আবদুল আলিম জানান, আজ ভোর ৪টার দিকে নৌপথ ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে পড়ে। এতে কর্তৃপক্ষ নৌপথে ফেরিসহ অন্যান্য নৌযান চলাচল বন্ধের নির্দেশ দেয়।

এ সময় মাঝ পদ্মায় অর্ধশতাধিক যানবাহনসহ চারটি ফেরি নোঙরে থাকে। নৌপথে চলাচল করা বাকি ১১টি ফেরি শিমুলিয়া ও কাঁঠালবাড়ী ঘাটে নোঙরে থাকে।

দীর্ঘ সময় ফেরি পারাপার বন্ধ থাকায় শিমুলিয়া ঘাটে চার শতাধিক যানবাহন আটকা পড়ে। সকাল ১০টার দিকে কুয়াশা কেটে গেলে নৌপথে ফেরি পারাপার চালু হয়।