নেত্রকোনায় কৃষক হত্যার দায়ে চারজনের যাবজ্জীবন

Looks like you've blocked notifications!
নেত্রকোনায় যাবজ্জীবন কারাদণ্ডাদেশ পাওয়া চার আসামির মধ্যে আজিজুল হক, সোবহান ও সিরাজুল হক। ছবি : এনটিভি

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় মাওলানা শহীদ মিয়া নামের এক কৃষককে হত্যার দায়ে চারজনকে যাবজ্জীবন ও প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করেছেন আদালত। জরিমানা অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ডাদেশ দেওয়া হয়।

আজ মঙ্গলবার দুপুরে জেলা দায়রা জজ আদালতের বিচারক কে এম রাশেদুজ্জামান রাজা এ রায় দেন।

যাবজ্জীবন কারাদণ্ডাদেশ পাওয়া আসামিরা হলেন দুর্গাপুর উপজেলার আজিজুল হক, সোবহান, সিরাজুল হক ও মতি মিয়া। এর মধ্যে মতি মিয়া পলাতক রয়েছেন।

মামলার বিবরণে জানা যায়, দুর্গাপুরের চণ্ডীগড় ইউনিয়নের মাওলানা শহীদ মিয়ার সঙ্গে একই গ্রামের কারাদণ্ডাদেশ পাওয়া আসামিদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এরই জের ধরে ২০০৬ সালের ৩ আগস্ট সকালে উপজেলার চণ্ডীগড় ইউনিয়নের সাকাইয়া এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। একপর্যায়ে আসামিরা শহীদ মিয়াকে কুপিয়ে হত্যা করে।

পরে নিহতের ভাই রাহাত আলী বাদী হয়ে ঘটনার পরের দিনই দুর্গাপুর থানায় ১৬ জনের বিরুদ্ধে মামলা করেন। তদন্ত শেষে ২০০৬ সালের ২৪ নভেম্বর পুলিশ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। সাক্ষ্যগ্রহণ ও শুনানি শেষে আদালত আজ চারজনের বিরুদ্ধে এ রায় দেন।

মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন পাবলিক প্রসিকিউটর ইফতেখার উদ্দিন তালুকদার মাসুদ ও আসামিপক্ষের আইনজীবী ছিলেন পীযূষ কুমার সাহা।