সিরাজগঞ্জে মাটিচাপায় দুই শ্রমিকের মৃত্যু

Looks like you've blocked notifications!
সিরাজগঞ্জের নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতালে পড়ে আছে দুই নির্মাণ শ্রমিকের মৃতদেহ। ছবি : এনটিভি

সিরাজগঞ্জ পৌর এলাকার ধানবান্ধি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্প্রসারিত ভবন নির্মাণ কাজ করতে এসে মাটিচাপা পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে আরো পাঁচ শ্রমিক। রোববার বিকেল সাড়ে ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন জেলার কামারখন্দ উপজেলার চড়কুড়া গ্রামের মৃত হারুন শেখের ছেলে বেল্লাল হোসেন (৬০) ও একই গ্রামের জেলকাত হোসেন (৭০)।

আহত ব্যক্তিরা হলেন জেলার কামারখন্দ উপজেলার চড়কুড়া গ্রামের সেলিম (৩০), আজম (৪০), বক্কার (৭০), আব্দুল আলিম (৩০) ও রহমতুল্লাহ (৫০)। তাঁদের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দুই নির্মাণ শ্রমিককে উদ্ধার করেন। ছবি : এনটিভি

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল হামিদ বলেন, সকাল থেকে ধানবান্ধি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সম্প্রসারিত ভবন নির্মাণকাজ করছিলেন সাতজন শ্রমিক। বিকেল সাড়ে ৩টার দিকে শ্রমিকরা মাটির নিচে চাপা পড়ে যান। স্থানীয়রা কয়েকজন শ্রমিককে উদ্ধার করলেও দুই শ্রমিক মাটির নিচে আটকে পড়েন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে স্থানীয় নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুই শ্রমিককে মৃত ঘোষণা করেন।