নিয়মবহির্ভূত ঋণ দিলে কঠোর ব্যবস্থা : দুদক চেয়ারম্যান

Looks like you've blocked notifications!
রোববার দুদক কার্যালয়ে দুর্নীতি প্রতিরোধে সচেতনতা বাড়াতে কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে মতবিনিময় সভায় বক্তব্য দেন দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ। ছবি : এনটিভি

নিয়মবহির্ভূতভাবে গ্রাহকদের ব্যাংক ঋণ দিলে সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ইকবাল মাহমুদ।

রোববার সকালে দুদক কার্যালয়ে দুর্নীতি প্রতিরোধে সচেতনতা বাড়ানোর জন্য কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিয়ে একটি মতবিনিময় সভায় এ কথা বলেন দুদক চেয়ারম্যান।

এ ছাড়া মানুষের মধ্যে রাজনৈতিক সচেতনতা বাড়লে সর্বক্ষেত্রেই দুর্নীতি কমানো সম্ভব বলেও মনে করেন দুদক চেয়ারম্যান। তিনি বলেন, ব্যাংক কর্মকর্তারা সঠিকভাবে দায়িত্ব পালন করলে ব্যাংকিং খাতের দুর্নীতি বন্ধ করা সম্ভব। এই বাচ্চাদের সামনে রেখে আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, ব্যাংক তার কার্যক্রম চালাবে, আমরা তাতে হস্তক্ষেপ করতে যাচ্ছি না। ব্যাংক ঋণ দিবে এটাই স্বাভাবিক, কিন্তু ঋণ দিবেন নিয়মকানুন ও আইনের চর্চার মধ্যে থেকে। এর ব্যত্যয় ঘটলে আমরা সেখানে যাব।