চট্টগ্রাম ও বান্দরবানে মৃদু ভূকম্পন

Looks like you've blocked notifications!

চট্টগ্রাম ও বান্দরবান জেলার বিভিন্ন স্থানে মৃদু ভূকম্পন অনুভূত হয়েছে।

আজ রোববার সকাল ৯টার দিকে ৪ দশমিক ৯ মাত্রার এই ভূকম্পন অনুভূত হয়।

ঢাকার আগারগাঁও আবহাওয়া কার্যালয়ের আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস এনটিভি অনলাইনকে জানান, আজ সকাল ৮টা ৫৮ মিনিট ৫৫ সেকেন্ডে ৪ দশমিক ৯ মাত্রার এই ভূকম্পন অনুভূত হয়।

চট্টগ্রাম থেকে ১৩১ মাইল পূর্বে ও ঢাকা থেকে ২৯০ মাইল দক্ষিণে বাংলাদেশ-ভারতের সীমান্তবর্তী রাঙামাটির মিজোরাম এলাকা ছিল এই ভূমিকম্পের উৎপত্তিস্থল। এই ভূকম্পনে কোথাও কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলেও জানান রুহুল কুদ্দুস।