শহীদ মিনারও এখন দলীয়করণের শিকার : রিজভী

Looks like you've blocked notifications!

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘সর্বস্তরের জনগণের শ্রদ্ধা নিবেদনের জন্য কবি আল মাহমুদের কফিন কেন্দ্রীয় শহীদ মিনারে আনার অনুমতি না দিয়ে সরকার প্রমাণ করেছে, কেন্দ্রীয় শহীদ মিনারও এখন আওয়ামী লীগ সরকারের দলীয়করণের শিকার।’

আজ শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন রুহুল কবির রিজভী।

রিজভী বলেন, ‘আজকে যদি আল-মাহমুদের লাশকে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য শহীদ মিনারে আনতে দেওয়া না হয়, তাহলে প্রমাণিত হবে, এই সরকার তাদের ভিন্ন মতের মানুষ, তিনি মুক্তিযোদ্ধা হোক আর যত বড় স্বাধীনতা সংগ্রামীই হোক, তাদের কোনো মূল্য নেই। তাদের চেতনার বাইরে হলেই তারা স্বাধীনতাবিরোধী, তারা মুক্তিযুদ্ধের বিরোধী।’ মত প্রকাশের স্বাধীনতার জন্য লড়াই করতে গিয়ে কবি আল-মাহমুদ কারারুদ্ধও হয়েছেন বলে জানান রিজভী আহমেদ।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব আরো বলেন, ‘মিয়ানমার তাদের তিনটি ওয়েবসাইটে পরপর তিনবার সেন্টমার্টিন দ্বীপকে তাদের দেশের অংশ হিসেবে দেখিয়েছে। এ ব্যাপারে সরকার এখনো কোনো প্রতিবাদ জানাচ্ছে না।’