আশুলিয়ায় গৃহবধূর মরদেহ উদ্ধার

Looks like you've blocked notifications!

সাভারের আশুলিয়ায় রাজিয়া খাতুন নামের (২৬) এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

গতকাল শুক্রবার দিবাগত রাতে আশুলিয়ার কাঠগড়া মণ্ডলপাড়া এলাকার মেহের আলীর বাঁশবাগানের পাশ থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

রাজিয়াকে হত্যা করে তাঁর লাশ ওই বাঁশবাগানের পাশে ফেলে দেওয়া হয় বলে ধারণা করছে পুলিশ।

নিহত রাজিয়া খাতুন বগুড়ার ধুনট থানার ছালাপাড়া গ্রামের মৃত আহম্মদ আলীর মেয়ে।

এলাকাবাসী জানায়, দুই মাস আগে কাঠগড়া মণ্ডলপাড়া এলাকায় আব্দুর রশিদ মিয়ার বাড়ির একটি কক্ষ নিয়ে ভাড়া থাকতে শুরু করেন রাজিয়া খাতুন। গতকাল গভীর রাতে বাড়ির দেড়শ গজ সামনে একটি বাঁশবাগানের ভেতরে দুর্বৃত্তরা রাজিয়াকে হত্যা করে লাশ পাশের রহমান নামের এক ব্যক্তির বাড়ির গলির সামনে ফেলে যায়।

আজ সকালে স্থানীয়রা রাজিয়ার লাশ দেখে আশুলিয়া থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁর লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

রাজিয়াকে গলা টিপে ও মুখ থেতলে দিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। কী কারণে তাঁকে হত্যা করা হয়েছে তা নিয়ে তদন্ত করছে পুলিশ।

এ ব্যাপারে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রেজাউল হক দিপু বলেন, কী কারণে দুর্বৃত্তরা ওই নারীকে হত্যা করেছে, এ বিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে।

এ ঘটনায় আশুলিয়া থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি রেজাউল হক।

অন্যদিকে ঢাকা আরিচা মহাসড়কের সাভারের বলিয়ারপুর এলাকা থেকে এক বৃদ্ধের (৭০) লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই ব্যক্তি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন বলে ধারণা করছে পুলিশ।