১২৭ উপজেলায় তৃতীয় ধাপের ভোট ২৪ মার্চ

Looks like you've blocked notifications!

আসন্ন পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে ১২৭টি উপজেলায় আগামী ২৪ মার্চ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

আজ বৃহস্পতিবার নির্বাচন কমিশনের (ইসি) যুগ্ম সচিব (জনসংযোগ) এস এম আসাদুজ্জামান সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

এস এম আসাদুজ্জামান বলেন, তৃতীয় ধাপে আরো ১২৭ উপজেলায় ভোট গ্রহণ করা হবে। এ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৬ ফেব্রুয়ারি, বাছাই ২৮ ফেব্রুয়ারি, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৭ মার্চ এবং ভোট গ্রহণ করা হবে ২৪ মার্চ।

এর আগে ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, প্রথম ধাপে ৮৭ উপজেলায় ১০ মার্চ ও দ্বিতীয় ধাপে ১২৪ উপজেলায় ১৮ মার্চ ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে।

এ ছাড়া চতুর্থ ধাপে আগামী ৩১ মার্চ এবং বাকি উপজেলাগুলোতে ১৮ জুলাই ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ইসি সচিব হেলালুদ্দীন আহমদ।