Beta

হাসপাতালে আল মাহমুদ, অবস্থা অপরিবর্তিত

১৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:৫২

ফিচার ডেস্ক

‘আব্বার অবস্থা কখনো ভালো হচ্ছে, কখনো খারাপ। সবাই দোয়া করবেন, আব্বা যেন সুস্থ হয়ে ওঠেন।’ কথাগুলো এনটিভি অনলাইনকে বলেছেন কবি আল মাহমুদের কন্যা আতিয়া মীর।

শ্বাসকষ্টজনিত কারণে গত ৮ ফেব্রুয়ারি রাত ১১টায় রাজধানীর ধানমণ্ডির ইবনে সিনা হাসপাতা‌লে ভর্তি করা হয় আল মাহমুদকে। শ্বাসকষ্ট ছাড়াও নিউমোনিয়া হয়েছে কবির। বর্তমানে কবি হাসপাতালের আইসিইউতে  আছেন। ডা. আবদুল হাইয়ের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন তিনি।

১৯৩৬ সালের ১১ জুলাই ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের মোড়াইলের মোল্লাবাড়ীতে জন্মগ্রহণ করেন আল মাহমুদ। তাঁর প্রকৃত নাম মীর আবদুস শুকুর আল মাহমুদ। বাংলা সাহিত্যের জনপ্রিয় এই কবির উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হলো ‘সোনালি কাবিন’, ‘লোক লোকান্তর’, ‘মায়াবী পর্দা দুলে উঠো’, ‘কালের কলস’  ইত্যাদি। কবির পাশাপাশি ঔপন্যাসিক, প্রাবন্ধিক, ছোটগল্পের লেখক হিসেবেও জনপ্রিয় আল মাহমুদ।

Advertisement