বিএনপিকে নাসিম

সংসদে আসুন, ভুলত্রুটি ধরিয়ে দিন

Looks like you've blocked notifications!
বঙ্গবন্ধু এভিনিউয়ে ১৪ দলের সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিম। ছবি : এনটিভি

বিএনপিকে সংসদে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, ‘এখনো আমরা অনুরোধ করব, আহবান করব, যারা সংসদে নির্বাচিত হয়েছেন, সংসদে আসুন। কথা বলুন, আমাদের সমালোচনা করুন। যেকোনো প্রশ্ন তুলুন, আমাদের ভুলত্রুটি ধরিয়ে দিন।’

আজ বুধবার বঙ্গবন্ধু এভিনিউয়ে ১৪ দলের সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম।

নাসিম বলেন, ‘নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য এখনো দেশে বিদেশে নানাভাবে বিভ্রান্তির চেষ্টা করে যাচ্ছে। এ অশুভ শক্তি হয়তোবা আপাতত পরাজিত হয়েছে। কিন্তু তারা এখনো নিস্তেজ সাপের মত ঘাপটি মেরে পড়ে আছে। যেকোনো সময় এরা বিষাক্ত ছোবল দিতে পারে।’

মোহাম্মদ নাসিম আরো বলেন, ‘সব ষড়যন্ত্রের বিরুদ্ধে ১৪ দলের বন্ধন অটুট আছে।’ এসময় ১৪ দলের নেতারা বলেন, ‘নির্বাচনের মিমাংসিত ফলাফল নিয়ে এখনো ষড়যন্ত্র করছে বিএনপি-জামাত জোট।’ অভিযোগ করেন, তাদের সাম্প্রদায়িক রাজনীতি এখনো ক্রিয়াশীল।

এ সময় ১৪ দলের শরিক জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেন, ‘যেহেতু ষড়যন্ত্রের রাজনীতি এখনো চলছে, তাই ১৪ দলের প্রয়োজনীয়তা এখনো ফুরায়নি।’ সরকারের অংশীদার হয়ে ১৪ দলের শরিকরা কাজ করবে বলেও মন্তব্য করেন তিনি।