সংসদে প্রধানমন্ত্রী

কম আসন পেয়ে যারা সংসদে আসছেন না, তারা ভুল করছেন

Looks like you've blocked notifications!
জাতীয় সংসদে বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি : ফোকাস বাংলা

বিএনপি নেতৃত্বাধীন ঐক্যফ্রন্টকে ইঙ্গিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘যারা কম আসন পেয়ে মন খারাপ করে সংসদে আসছেন না, তারা ভুল করছেন।’ নির্বাচিত সদস্যদের সংসদে আসার আহ্বান জানান তিনি।

আজ বুধবার সংসদে প্রধানমন্ত্রীর জন্য নির্ধারিত প্রশ্নত্তোর পর্বে এ আহ্বান জানান শেখ হাসিনা। 

সংসদ অধিবেশন চলাকালীন প্রতি বুধবারই প্রথম আধাঘন্টা সংসদ সদস্যদের করা বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রধানমন্ত্রী। তেমনই এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘টানা তৃতীয় ও চতুর্থবারের মতো সরকার গঠন করায় এখন পর্যন্ত বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও ৯৭টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধান তাঁকে অভিনন্দন জানিয়েছেন।

শেখ হাসিনা বলেন, ‘আমাদের এ ১০ বছরের যে উন্নয়ন সে উন্নয়নের সুফলটা বাংলাদেশের জনগণ পেয়েছে। আর পেয়েছে বলেই তারা বহু আগে থেকেই সিদ্ধান্ত নিয়েছিল যে তারা আমাদের নৌকা মার্কায় ভোট দেবে। জনগণ সে ভোট দিয়েছে। এখন যারা নির্বাচনে অংশগ্রহণ করে অল্প সিট পেয়েছে সে অভিমান করে পার্লামেন্টে আসছেন না, আমার মনে হয় এটা রাজনৈতিক একটা ভুল সিদ্ধান্ত তারা নিয়েছেন।’  

প্রধানমন্ত্রী আরো বলেন, ‘আমার আহ্বান এটাই থাকবে যারাই নির্বাচিত সদস্য তারাই পার্লামেন্টে আসবেন, বসবেন এবং যার যার কথা তারা বলবেন, এটাই আমি আশা করি।’

দেশকে সম্পুর্নভাবে ক্ষুধা ও দারিদ্রমুক্ত করে; বিশ্ববাসীর চোখে মর্যদার আসনে বসানোই তাঁর সরকারের মূল লক্ষ্য বলেও জানান শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, ‘বর্তমানে বাংলাদেশকে আমরা ক্ষুধামুক্ত করতে পেরেছি। উন্নয়নের মহাসড়কে যাত্রা শুরু করেছি। বিশ্বে মর্যাদাপূর্ণ দেশ হিসেবে আমরা স্বীকৃতি পেয়েছি। আমরা আরো সামনে এগিয়ে যেতে চাই, যে দেশ সম্পূর্ণভাবে দারিদ্রমুক্ত হবে, বাংলাদেশের প্রতিটি মানুষ উন্নত, সমৃদ্ধ জীবন পাবে। এটা যতক্ষণ না করতে পারব ততক্ষণ আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।’

আরেক প্রশ্নের জবাবে শিক্ষার মান উন্নয়নে তাঁর সরকারের নেওয়া পদক্ষেপ তুলে ধরেন সরকার প্রধান। বর্তমানে এমনভাবে উন্নয়ন পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে যাতে কোন অঞ্চলই বাদ পড়বে না বলেও আশ্বস্ত করেন শেখ হাসিনা।