‘দুদল ডাকাতের বন্দুকযুদ্ধে’ একজন নিহত

Looks like you've blocked notifications!
গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টায় যশোর সদর উপজেলার রহমতপুর এলাকায় ‘দুদল ডাকাতের বন্দুকযুদ্ধে’ নিহত একজনের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ছবি : এনটিভি

যশোর সদর উপজেলায় ‘দুদল ডাকাতের মধ্যে বন্দুকযুদ্ধে’র ঘটনায় একজন নিহত হয়েছেন বলে দাবি করছে পুলিশ।

গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে সদর উপজেলার যশোর-মাগুরা সড়কের রহমতপুর এলাকায় এই ‘বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটে।

ঘটনাস্থল থেকে একটি ওয়ানশুটার গান, একটি গুলি, একটি করাত, তিনটি হাঁসুয়া ও রশি উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানায়।

নিহত ব্যক্তির নাম বাবু। তাঁর বিরুদ্ধে যশোর ও চৌগাছা থানায় এক ডজন ডাকাতির মামলা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

যশোর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) নূর-উন-নবী দাবি করেন, গতকাল দিবাগত রাত সাড়ে ৩টার দিকে সদর উপজেলার রহমতপুরে দুদল ডাকাতের মধ্যে ‘বন্দুকযুদ্ধ’ শুরু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে ডাকাতরা পালিয়ে যায়।

‘পরে ঘটনাস্থলে গুলিবিদ্ধ অবস্থায় ডাকাতদলের সদস্য বাবুকে পড়ে থাকতে দেখে তাঁকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক বাবুকে মৃত ঘোষণা করেন।’

ঘটনাস্থল থেকে অস্ত্র ও গুলিসহ ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয় বলেও জানান উপপরিদর্শক নূর-উন-নবী। তিনি আরো বলেন, ময়নাতদন্তের জন্য লাশটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।