সাতক্ষীরায় অস্ত্র, গুলি ও ফেনসিডিলসহ যুবলীগ নেতা আটক

Looks like you've blocked notifications!
সাতক্ষীরা সীমান্তের দক্ষিণ তলুইগাছা এলাকায় অস্ত্র, গুলি ও ফেনসিডিলসহ আটক যুবলীগ নেতা মাসুদ রানা। ছবি : এনটিভি

সাতক্ষীরা সীমান্তের দক্ষিণ তলুইগাছা এলাকায় অস্ত্র, গুলি ও ফেনসিডিলসহ মাসুদ রানা নামের এক যুবলীগ নেতাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

গতকাল সোমবার রাতে তলুইগাছায় নিজ বাড়ি থেকে মাসুদ রানাকে আটক করা হয়। এ সময় তাঁর বাড়ির ছাদ থেকে গুলিসহ একটি পাইপ গান ও ৮৮ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে বিজিবি।

জেলা যুবলীগের আহ্বায়ক আব্দুল মান্নান জানান, মাসুদ রানা বাঁশদহা ইউনিয়ন যুবলীগের যুগ্ম সম্পাদক।

তলুইগাছা বিজিবি ক্যাম্পের অধিনায়ক সুবেদার অলিউল ইসলাম জানান, গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাতে মাসুদ রানার  বাড়িতে অভিযান চালান বিজিবি সদস্যরা। এ সময় তাঁর বাড়ির ছাদের ওপর থেকে একটি পাইপ গান, নয়টি গুলি ও ৮৮ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

এ ঘটনায় সাতক্ষীরা সদর থানায় মামলা করা হয়েছে বলে বিজিবি জানিয়েছে।