Beta

ইবি কর্মকর্তা জমির উদ্দিনের ইন্তেকাল

১২ ফেব্রুয়ারি ২০১৯, ১৯:৪৯

ইবি সংবাদদাতা
ইসলামী বিশ্ববিদ্যালয়ের দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের কর্মকর্তা মো. জমির উদ্দীনের জানাজা মঙ্গলবার বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের ফুটবল মাঠে অনুষ্ঠিত হয়। ছবি : এনটিভি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের কর্মকর্তা মো. জমির উদ্দীন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ  মঙ্গলবার সকালে কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জমির উদ্দিন। তিনি দীর্ঘ দিন ধরে ক্যানসারে ভুগছিলেন বলে বিশ্ববিদ্যালয় ও পরিবার সূত্রে জানা যায়।

জমির উদ্দিনের মৃত্যুতে পৃথক বার্তায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন, দাওয়াহ অ্যান্ড ইসালামিক স্টাডিজ বিভাগ ও কর্মকর্তা সমিতি। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনাও জানিয়েছে তারা।

আজ বাদ জোহর ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফুটবল মাঠে মরহুমের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম কাম খতিব ড. আ স ম সোয়াইব আহমদ জানাজা পরিচালনা করেন।

জানাজায় ইবি উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী, উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ, দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. শহীদ মুহাম্মদ রেজওয়ান, কর্মকর্তা সমিতির সভাপতি মো. শামছুল ইসলাম জোহাসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

জানাজা শেষে দাফনকার্য সম্পন্নের উদ্দেশে জমির উদ্দিনের মরদেহ তাঁর নিজ বাড়ি ইসলামী বিশ্ববিদ্যালয় থানাধীন শান্তিডাঙ্গা গ্রামে নিয়ে যাওয়া হয় বলে দাওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগ সূত্রে জানা গেছে।

Advertisement