‘মানবিক বিবেচনায় হলেও খালেদা জিয়াকে মুক্তি দেওয়া উচিত’

Looks like you've blocked notifications!
জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। ছবি : এনটিভি

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, ‘মানবিক দিক বিবেচনা করে হলেও কারাবন্দি বিএনপি চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে মুক্তি দেওয়া উচিত।’

আজ মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’ আয়োজিত এক মানববন্ধনে এ কথা বলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা।

জয়নুল আবদিন ফারুক বলেন, ‘সরকারের কাছে আমি কোনো দাবি দিতে চাই না। বর্তমান সরকারপ্রধান একজন মহিলা এবং আরেকজন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, তিনিও মহিলা। মানবিক দিক থেকে বিবেচনা করে হলেও খালেদা জিয়াকে মুক্তি দেওয়া উচিত।’

ফারুক বলেন, ‘তাঁর (খালেদা জিয়া) বিরুদ্ধে যত মামলা আছে সেগুলো চলতে পারে। কিন্তু তাঁর জামিনের ব্যবস্থা করা হোক এবং চিকিৎসার ব্যবস্থা করা হোক।’

বিএনপি নেতা আরো বলেন, ‘মানববন্ধনে দাঁড়িয়ে এই সরকারের কাছে খালেদা জিয়ার মুক্তি চাওয়া কতটা যুক্তিযুক্ত, তা আমি জানি না। আমার মনে হয় না, এসব করে কোনো লাভ হবে। বিএনপির একজন কর্মী হিসেবে এটা আমার বিশ্বাস হয় না। তারপরও আমরা চাই খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হোক।’

মানববন্ধনে খালেদা জিয়া ছাড়াও বিএনপির সহসাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, ছাত্রদলের সহসাধারণ সম্পাদক আরিফা সুলতানা রুমাসহ সব রাজবন্দির মুক্তির দাবি জানানো হয়।