প্রধানমন্ত্রী চাইলেই খালেদা জিয়ার মুক্তি হবে : রিজভী

Looks like you've blocked notifications!
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ছবি : এনটিভি

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘দেশবাসী জানে, প্রধানমন্ত্রী চাইলেই দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তি হবে। এটাই স্বতঃসিদ্ধ, এটাই সত্য কথা। আমরা জানি, সবকিছুই প্রধানমন্ত্রীর নিয়ন্ত্রণে।’

আজ মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন রুহুল কবির রিজভী।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া গুরুতর অসুস্থ জানিয়ে রুহুল কবির অভিযোগ করেন, খালেদা জিয়ার সুচিকিৎসায় কোনো ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ নেওয়ারও সুযোগ দেওয়া হচ্ছে না তাঁকে। এ অবস্থায় খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য তাঁর নিঃশর্ত মুক্তির দাবি জানান রিজভী।

বিএনপির চেয়ারপারসনের সুচিকিৎসা ও তাঁর মুক্তি সবটাই সরকারের ইচ্ছার ওপর নির্ভর করছে জানিয়ে রুহুল কবির রিজভী বলেন, ‘অসুস্থতা, যন্ত্রণা ও মানসিক নির্যাতনের এক বিষাদঘন পরিবেশে থাকতে বাধ্য করা হচ্ছে দেশনেত্রীকে।’

বিএনপি নেতা রুহুল কবির আরো বলেন, ‘বিএনপি নালিশ নয়, বরং দেশব্যাপী সংঘটিত অনাচারের বিরুদ্ধে ন্যায়সংগত অভিযোগ করছে।’