১০ লাখ টাকা আত্মসাতের দায়ে কেসিসি কর্মকর্তার কারাদণ্ড

Looks like you've blocked notifications!

খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রায় দশ লাখ টাকা  আত্মসাতের দায়ে কেসিসির সম্পত্তি শাখার কর্মকর্তা আমিরুল ইসলামকে পাঁচ বছর সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের নির্দেশ দিয়েছেন  বিভাগীয় বিশেষ জেলা জজ  আদালত।

আজ সোমবার দুপুরে জেলা জজ আদালতের বিচারক মো. আবদুস সালাম আসামির উপস্থিতিতে ওই রায় ঘোষণা করেন।

দুর্নীতি দমন কমিশনের  (দুদক) আইনজীবী অ্যাডভোকেট সেলিম আল আজাদ এ তথ্য নিশ্চিত করে জানান, অর্থ আত্মসাতের অভিযোগে ২০০৮ সালে দুদকের পক্ষ থেকে এ মামলাটি করা হয়েছিল। দীর্ঘ শুনানি শেষে আজ বিচারক অভিযুক্ত আমিরুল ইসলামকে পাঁচ বছর সশ্রম কারাদণ্ড ও ৯ লাখ ২৫ হাজার ৪৫৩ টাকা অর্থদণ্ড অনাদায়ে অতিরিক্ত এক বছর কারাদণ্ডের রায় ঘোষণা করেন।