সংরক্ষিত নারী আসনে জাপার চারজনের মনোনয়ন দাখিল

Looks like you've blocked notifications!

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্যপদে জাতীয় পার্টি (জাপা) মনোনীত চার প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। আজ সোমবার দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে তাঁরা মনোনয়নপত্র জমা দেন।

সংরক্ষিত নারী আসনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থীরা হচ্ছেন—জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য অধ্যাপিকা মাসুদা এম রশিদ চৌধুরী, সাবেক সাংসদ অ্যাডভোকেট সালমা ইসলাম, চেয়ারম্যানের উপদেষ্টা অধ্যক্ষ রওশন আরা মান্নান ও নাজমা আকতার।

এ সময় জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জি এম কাদের, মহাসচিব মসিউর রহমান রাঙ্গা, সভাপতিমণ্ডলীর সদস্য ফখরুল ইমাম, রেজাউল ইসলাম ভূঁইয়া, ভাইস চেয়ারম্যান শরিফুল ইসলাম জিন্নাহ, ডা. রুস্তম আলী ফরাজী, যুগ্ম মহাসচিব লিয়াকত হোসেন খোকা, পীর ফজলুর রহমান মেজবাহ, নুরুল ইসলাম তালুকদার, পনির উদ্দিন আহমেদ, মেজর (অব.) রানা মোহাম্মদ সোহেল, যুগ্ম দপ্তর সম্পাদক এম এ রাজ্জাক খান উপস্থিত ছিলেন।