ইডেনের সাবেক অধ্যক্ষ হত্যার ঘটনায় মামলা

Looks like you've blocked notifications!
গতকাল রোববার রাতে মাহফুজা চৌধুরীর লাশ উদ্ধার করা হয়। ছবি : সংগৃহীত

রাজধানীর এলিফ্যান্ট রোডের নিজ বাসায় ইডেন কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরী পারভীন হত্যাকাণ্ডের ঘটনায় মামলা দায়ের হয়েছে।

আজ সোমবার সকাল সাড়ে ১০টায় নিহতের পরিবারের পক্ষ থেকে নিউমার্কেট থানায় মামলাটি দায়ের করা হয়।

মামলায় আসামি করা হয়েছে পলাতক দুই গৃহকর্মী রেশমা (৩০) ও স্বপ্নাকে (৩৬)।

মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান। বার্তা সংস্থা ইউএনবি এ তথ্য দিয়েছে।

ওসি আতিকুর রহমান বলেন, ‘মামলার বাদী নিহত মাহফুজা চৌধুরীর স্বামী ও মুক্তিযোদ্ধা সংসদের ভাইস চেয়ারম্যান ইসমত কাদির গামা।’

সায়েন্স ল্যাব এলাকায় সুকন্যা টাওয়ারের ১৬/সি নম্বর ফ্ল্যাটে থাকতেন মাহফুজা চৌধুরী পারভীন। গতকাল রাত ৮টায় বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনার পর থেকেই ওই বাসায় কর্মরত দুই গৃহকর্মী নিখোঁজ রয়েছেন। পুলিশের ধারণা, তারাই মাহফুজা চৌধুরীকে হত্যা করে পালিয়েছে।

রমনা বিভাগের উপপুলিশ কমিশনার মারুফ হোসেন সরদার এ বিষয়ে বলেন, ‘পলাতক দুই কাজের মহিলাকে চিহ্নিত করা গেছে। তাদের একজনের বাড়ি শরীয়তপুর, আরেকজনের বাড়ি মাদারীপুর। তাদের ধরতে আমরা জোর তৎপরতা চালাচ্ছি।’