গাজীপুরে বাসচাপায় ৩ কলেজছাত্র নিহত

Looks like you've blocked notifications!
আজ রোববার সকাল ১০টার দিকে গাজীপুরের ইটাহাটা এলাকায় বাসচাপায় তিন কলেজছাত্র নিহত হয়েছেন। ছবি : এনটিভি

গাজীপুর সিটি করপোরেশনের ইটাহাটা এলাকায় যাত্রীবাহী পলাশ পরিবহনের একটি বাসচাপায় মোটরসাইকেল আরোহী তিন কলেজছাত্র নিহত হয়েছেন। দুর্ঘটনার পর বাসসহ চালককে আটক করেছে পুলিশ।

আজ রোববার সকাল ১০টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ইটাহাটার কাশেম টেক্সটাইল কারখানা এলাকার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকার শাহজাহান আলী কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী রাজাবাবু, জনি ও মাহফুজ।

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তার হোসেন বলেন, আজ সকালে চান্দনা চৌরাস্তা থেকে ছেড়ে যাওয়া পলাশ পরিবহনের একটি যাত্রীবাহী বাস নবীনগরের দিকে যাচ্ছিল। একই সময়ে কোনাবাড়ী থেকে একটি মোটরসাইকেলে করে রাজাবাবু, জনি ও মাহফুজ চান্দনা চৌরাস্তার দিকে যাচ্ছিলেন।

মোটরসাইকেলটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ইটাহাটার কাশেম টেক্সটাইল কারখানা এলাকার সামনে পৌঁছালে পলাশ পরিবহনের ওই বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী রাজাবাবু ও জনি নিহত হন। গুরুতর আহত অবস্থায় মাহফুজকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে বাস ও বাসের চালককে আটক করা হয়েছে বলে জানান ওসি।

ওই তিন শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।