শেরপুরে বালুর স্তুপে চাপা পড়ে এক শিশুর মৃত্যু, আহত ৩

Looks like you've blocked notifications!
বালুর স্তুপে উদ্ধার অভিযান চালায় ফায়ার সার্ভিস। ছবি : এনটিভি

শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় বালুর স্তুপের নিচে চাপা পড়ে মারা গেছে সোহান নামে ছয় বছরের এক শিশু। একই সময় আরো তিন শিশু মারাত্মকভাবে আহত হয়েছে।

আজ শুক্রবার উপজেলার গোবিন্দনগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সোহান গোবিন্দনগরের আরিফুর রহমানের ছেলে।

স্থানীয়রা জানায়, গোবিন্দনগরের ভেতর দিয়ে বয়ে চলা ভোগাই নদী থেকে স্থানীয় কিছু ব্যক্তি অপরিকল্পিতভাবে বালু উত্তোলন করে রাস্তার পাশে স্তুপ করে রেখেছিল। ওই বালুর স্তুপেই সোহান  সঙ্গীদের নিয়ে খেলতে যায়। একপর্যায়ে বালুর স্তুপটি ধ্বসে পড়লে এর নিচে পড়ে তারা।

তৎক্ষণাৎ আশেপাশের লোকজন জড়ো হয়ে চার শিশুকে উদ্ধার করে। এরমধ্যে সোহানের অবস্থা গুরুতর হওয়ায় তাকে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সোহানকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আসেন। তারা বালুর স্তুপে আরো শিশু চাপা পড়ে আছে এমন ধারণা থেকে উদ্ধার কাজ চালান।

ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মীর মোহাম্মদ মারুফ জানান, আমরা বালুর স্তুপে উদ্ধার কাজ চালিয়েছি। কিন্তু বালুর নিচে আর কোন শিশুকে পাওয়া যায়নি।