Beta

সড়ক দুর্ঘটনা ও হতাহতের সংখ্যা কমেছে : নিসচা

২৯ জানুয়ারি ২০১৯, ১৫:৩৮

নিজস্ব প্রতিবেদক
আজ মঙ্গলবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে নিসচার প্রতিবেদন তুলে ধরেন সংগঠনটির চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন। ছবি : এনটিভি

২০১৮ সালে মোট তিন হাজার ১০৩টি সড়ক দুর্ঘটনায় মারা গেছেন চার হাজার ৪৩৯ জন। আহত হয়েছেন সাত হাজার ৪২৫ জন ব্যক্তি। নিরাপদ সড়ক চাই (নিসচা) সংগঠনের বার্ষিক প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়েছে।

আজ মঙ্গলবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে সংবাদ সম্মেলনের আয়োজন করে এ তথ্য জানান নিসচার চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন।

একই সঙ্গে ইলিয়াস কাঞ্চন জানান, ২০১৭ সালের চেয়ে ২০১৮ সালে সড়ক দুর্ঘটনা ও হতাহতের সংখ্যা কমেছে। মৃত্যুর সংখ্যা কমেছে ২১ দশমিক ৩৬ শতাংশ ও আহতের সংখ্যা কমেছে ৬ দশমিক ৫১ শতাংশ। গাড়িচাপা, মুখোমুখি সংঘর্ষ এবং উল্টো পথে গাড়ি চালানোর কারণে সড়ক দুর্ঘটনা সবচেয়ে বেশি হয়েছে। আর এসব দুর্ঘটনায় বেশি মারা গেছে মোটরসাইকেল চালক। বাস, ট্রাক ও মোটরসাইকেলের কারণে সবচেয়ে বেশি দুর্ঘটনা সংঘটিত হয়েছে।

ঢাকা, চট্টগ্রাম ও গাজীপুরে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা ঘটেছে উল্লেখ করে সড়ক দুর্ঘটনা রোধে করণীয় বেশকিছু সুপারিশ তুলে ধরেন ইলিয়াস কাঞ্চন।

সড়ক দুর্ঘটনায় অভিযুক্তদের বিচার না হওয়ার কারণ তুলে ধরে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন বলেন, ‘বিচার হচ্ছে না। কারণ, সরকার পরিবহন সেক্টরের লোকজনদের, সংগঠনকে, নেতাদের খুবই ভয় পায়। এই ভয় পাওয়ার জন্য তাঁরা সেভাবে ব্যবস্থা নেন না। এখন অন্তত এই সড়কের মড়ক থেকে এ দেশের মানুষকে বাঁচানোর জন্য যুদ্ধ ঘোষণা করা উচিত। আমাদের যে সাজেশন আছে, সেগুলো যদি বাস্তবায়ন করা যায়, অবশ্যই আমরা জিরো টলারেন্সের মধ্যে আসতে পারব।’

Advertisement