Beta

শনিবার ভিটামিন ‘এ’ খাওয়ানো কর্মসূচি স্থগিত

১৮ জানুয়ারি ২০১৯, ১৫:২৭

ইউএনবি

শনিবার সারা দেশে শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর জাতীয় কর্মসূচি স্থগিত করেছে সরকার।

বৃহস্পতিবার জনস্বাস্থ্য পুষ্টি ইনস্টিটিউট এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই কর্মসূচি স্থগিতের কথা জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অনিবার্য কারণে ১৯ জানুয়ারি (শনিবার) শিশুদের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল খাওয়ানোর জাতীয় কর্মসূচি স্থগিত করা হয়েছে। কর্মসূচির নতুন তারিখ পরে জানানো হবে।

এই কর্মসূচিতে ৬ থেকে ১১ মাস বয়সী সব শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে একটি করে লাল রঙের ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর কথা ছিল।

Advertisement