Beta

পটুয়াখালীতে যুবলীগ নেতার কম্বল বিতরণ

১৪ জানুয়ারি ২০১৯, ১৫:৪১

কাজল বরণ দাস, পটুয়াখালী
পটুয়াখালীর গলাচিপা উপজেলায় বিভিন্ন মাদ্রাসার দুঃস্থ হাফেজ শিক্ষার্থীদের মধ্যে কম্বল বিতরণ করেছেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক কামরান শাহীদ প্রিন্স মহাব্বত। ছবি : এনটিভি

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় বিভিন্ন মাদ্রাসার দুঃস্থ হাফেজ শিক্ষার্থীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গত শুক্রবার থেকে শুরু করে গতকাল রোববার পর্যন্ত উপজেলার পাঁচটি ইউনিয়নের ৬০০ শিক্ষার্থীর মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।

বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক কামরান শাহীদ প্রিন্স মহাব্বত এসব শীতবস্ত্র বিতরণ করেন। পর্যায়ক্রমে গলাচিপা ও দশমিনা উপজেলার সব মাদ্রাসার দুঃস্থদের মধ্যে কম্বল বিতরণ করা হবে বলে জানান তিনি।

শীতবস্ত্র বিতরণকালে বিভিন্ন সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের নেতা আবুল কালাম মোহাম্মাদ ইসা, ডাকুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদরুল ইসলাম বাদল খাঁন, গলাচিপা পৌরসভার কাউন্সিলর মো. শাহিনসহ দলীয় নেতারা।

Advertisement