Beta

কালিগঞ্জ উপজেলা চেয়ারম্যানের ইন্তেকাল

১৩ জানুয়ারি ২০১৯, ২২:১২

বীর মুক্তিযোদ্ধা শেখ ওয়াহেদুজ্জামান ছবি : সংগৃহীত

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ ওয়াহেদুজ্জামান হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

তাঁর বয়স হয়েছিল ৬৯ বছর।

আজ রোববার সন্ধ্যায় তিনি কালিগঞ্জের বাজারগ্রাম কাসিমপুরে নিজ বাড়িতে থাকাকালে বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন। তাঁকে দ্রুত কালিগঞ্জ হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যা সাড়ে সাতটায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

শেখ ওয়াহেদুজ্জামান ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা মুক্তিযোদ্ধা কমাণ্ডার। একই সঙ্গে তিনি ছিলেন জেলা আওয়ামী লীগের প্রবীণ সদস্য। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রাজনৈতিক সহকর্মী ও গুনগ্রাহী রেখে গেছেন।

 

Advertisement