Beta

এ নির্বাচন মানি না : মওদুদ

৩০ ডিসেম্বর ২০১৮, ১৭:৩৭

মো. মাসুদ পারভেজ, নোয়াখালী
নোয়াখালীতে নিজ বাড়িতে রোববার সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নোয়াখালী-৫ আসনের ধানের শীষ প্রার্থী ব্যারিস্টার মওদুদ আহমদ। ছবি : এনটিভি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ‘প্রহসনমূলক’ আখ্যায়িত করে বলেছেন, এ নির্বাচন মানি না। 

আজ রোববার দুপুরের দিকে নোয়াখালীতে নিজ বাড়িতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসব কথা বলেন নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট-সদর আংশিক) আসনের ধানের শীষ প্রার্থী।

বিএনপি নেতা বলেন, ‘প্রথম কথা হলো যে, আমি সকাল থেকে অপেক্ষা করছি ভোট দেওয়ার জন্য। আমার ভোটকেন্দ্র হলো মানিকপুর হাইস্কুল। এই ভোটকেন্দ্রে আমি এখন পর্যন্ত যেতে পারিনি। কারণ, কালকে সারা রাত আমার এই নির্বাচনী এলাকায়, শুধু আমার এখানে না, পুরো নির্বাচনী এলাকায় কালকে বোমাবাজি হয়েছে। মানুষকে আতঙ্কিত করার জন্য। আমার বাড়ির চতুর্দিকে প্রচুর বোমা ফাটিয়েছে। কালকে রাত ১২টার সময় একটা বোমা আমার বাড়ির সীমানার ভেতরে পড়েছে। আজকেও সকালবেলা আরেকটা বোমা আমার সীমানার ভেতরে পড়েছে। পরে শুনলাম যে, পুলিশের গাড়ি করে (এসে) এই বোমাটা ছাত্রলীগের ছেলেরা ফেলেছে।’

‘যাই হোক, আমি তো আমার কেন্দ্রে যেতে পারছি না। বিকজ আমার জীবনের তো কোনো নিরাপত্তা নাই। আমাকে অনেকে বলছে, আমার যাওয়াটা বোধ হয় এ মুহূর্তে ঠিক হবে না। কারণ, আমি তো একটা ভোট দিতে গিয়ে আমার নিজের জীবনের ক্ষতি করতে পারি না। তারপরও আমি চেষ্টা করে যাব দেখি শেষ পর্যন্ত পারি কি না,’ বলেন মওদুদ।

বিএনপির এই নেতা বলেন, ‘প্রায় সব কেন্দ্র থেকে আমাদের এজেন্ট বের করে দেওয়া হয়েছে। এজেন্টদের ঢুকতেই দেয়নি। এই যে রামপুরে আমাদের যে ভাইস চেয়ারম্যান ইলেকটেড হয়েছেন নয়ন, মহিলা তাঁকে প্রিসাইডিং অফিসার জহির উদ্দীন ঢুকতে দেয়নি।’

Advertisement