Beta

ময়মনসিংহে জুতার গুদামে আগুন

২৬ ডিসেম্বর ২০১৮, ২২:৫৪

ময়মনসিংহ শহরের গাঙ্গিনারপাড়ে একটি জুতার গুদামে বুধবার সন্ধ্যায় আগুন লেগে যায়। ছবি : এনটিভি

ময়মনসিংহ শহরের গাঙ্গিনারপাড় এলাকার ‘বাটা শো রুম’ ভবনের চারতলায় একটি জুতার গুদামে আগুন লেগে পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় ‘আজাদ জুতা’ নামক একটি দোকানের গুদামে আগুন লাগে। স্থানীয় ব্যবসায়ীরা ফায়ার সার্ভিসে খবর দিলে সন্ধ্যা ৭টার কিছু পরে ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করেন। আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় ময়মনসিংহের চারটিসহ মুক্তাগাছা ও ত্রিশাল থেকে আলাদা চারটি ইউনিট এসে যোগ দিয়ে দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আজাদ জুতার স্বত্বাধিকারী আশরাফ হুসাইন অবশ্য এখনই ক্ষয়ক্ষতির পরিমাণ বলা সম্ভব নয় বলে জানিয়েছেন।

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা আব্দুর রহমান বলেন, ‘ফায়ার সার্ভিসের আটটি ইউনিট চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে এনেছে। তবে কীভাবে আগুন লেগেছে বা কী পরিমাণ ক্ষতি হয়েছে তা পরীক্ষা শেষে বলা যাবে।’

Advertisement