Beta

গুলশানে বাসের ধাক্কায় স্কুলছাত্রী নিহত

০৯ ডিসেম্বর ২০১৮, ০০:৩২

নিজস্ব সংবাদদাতা

রাজধানীর গুলশানের বাঁশতলা এলাকায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ইশরাত জাহান স্নেহা (১৩) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। সে বনশ্রীর ন্যাশনাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণিতে পড়ত।  

শনিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে এই দুর্ঘটনা ঘটে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

নিহত স্নেহা টেক্স ডিজাইন গার্মেন্টস কারখানার ব্যবস্থাপনা পরিচালক শাহজাহানের মেয়ে। তাদের বাসা গুলশান বি ব্লকে।

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক জানান, বাবা শাহজাহান ও ছোট ভাই শাহেদের সঙ্গে মোটরসাইকেলে চড়ে ঢাকার বাসা থেকে গাজীপুরের গ্রামের বাড়িতে যাচ্ছিল স্নেহা। সন্ধ্যা পৌনে ৭টার দিকে গুলশানের বাঁশতলা কনফিডেন্স টাওয়ার সংলগ্ন রাস্তায় ৬ নম্বর পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তারা তিনজনই ছিটকে পড়ে গেলে বাসের নিচে চলে যায় স্নেহা। এতে ঘটনাস্থলেই সে মারা যায়।

এই ঘটনায় আহত হয় তার বাবা শাহজাহান ও ছোট ভাই শাহেদ। তাদেরকে ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে। তবে তারা মোটামুটি ভালো আছে বলে জানিয়েছে পুলিশ।

গুলশান থানার উপপরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা রাত সাড়ে ৮টার দিকে ময়নাতদন্তের জন্য স্নেহার লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে নিয়ে আসেন। তিনি জানান, দুর্ঘটনার পরপরই বাসচালককে আটক করা হয়েছে এবং বাসটি জব্দ করা হয়েছে।

Advertisement