Beta

এরশাদের পরেই রুহুল আমিনের অবস্থান

০৮ ডিসেম্বর ২০১৮, ২১:৫৪ | আপডেট: ০৮ ডিসেম্বর ২০১৮, ২২:৩৫

নিজস্ব সংবাদদাতা
জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সঙ্গে তাঁর বিশেষ সহকারী এবিএম রুহুল আমিন হাওলাদার। ছবি : সংগৃহীত

জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য এবিএম রুহুল আমিন হাওলাদারকে দলের চেয়ারম্যানের বিশেষ সহকারী পদে নিয়োগ দেওয়া হয়েছে।

আজ শনিবার জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ স্বাক্ষরিত এক সাংগঠনিক নির্দেশে এ দায়িত্ব দেওয়া হয়।

নির্দেশে বলা হয়, জাতীয় পার্টির গঠনতন্ত্রের ২০/১/ক ধারা মোতাবেক এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, যা অবিলম্বে কার্যকর হবে।

নির্দেশে আরো বলা হয়, রুহুল আমিন হাওলাদার পার্টির চেয়ারম্যানের অনুপস্থিতিতে সার্বিক সাংগঠনিক দায়িত্ব পালন করবেন। তাঁর পদমর্যাদা হবে পার্টির চেয়ারম্যানের পরে দ্বিতীয় স্থানে।

রুহুল আমিন হাওলাদার এর আগে জাতীয় পার্টির মহাসচিব ছিলেন। গত ৩ ডিসেম্বর তাঁকে মহাসচিব পদ থেকে সরিয়ে জাপার সভাপতিমণ্ডলীর সদস্য মশিউর রহমান রাঙাকে নতুন মহাসচিব হিসেবে নিয়োগ দিয়েছিলেন হুসেইন মুহম্মদ এরশাদ।

Advertisement