Beta

রাখাইনের পরিস্থিতি আগের চেয়ে ভালোর দিকে যাচ্ছে : জাতিসংঘ দূত

১০ নভেম্বর ২০১৮, ১৭:৪০

কক্সবাজারে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার আবুল কালামের সঙ্গে শুক্রবার রাতে সাক্ষাৎ করেন জাতিসংঘের মিয়ানমারবিষয়ক বিশেষ দূত ক্রিস্টিন এস বার্গনা। ছবি : এনটিভি

বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের রাখাইন রাজ্যের পরিস্থিতি আগের চেয়ে ভালোর দিকে যাচ্ছে বলে জানিয়েছেন জাতিসংঘের মিয়ানমারবিষয়ক বিশেষ দূত ক্রিস্টিন এস বার্গনা।

গতকাল শুক্রবার রাতে কক্সবাজারে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার আবুল কালামের সঙ্গে এক সাক্ষাতে ক্রিস্টিন এসব কথা জানান।

ক্রিস্টিন বলেন, ‘আমি এক সপ্তাহ আগে মিয়ানমারের রাখাইন রাজ্য পরিদর্শনে গিয়েছি। ক্রমান্বয়ে সেখানকার পরিস্থিতির উন্নতি হচ্ছে, যা খুব দ্রুত সময়ের মধ্যে প্রত্যাবাসনের জন্য সহায়ক হবে।’

সাক্ষাৎ শেষে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার আবুল কালাম বলেন, ‘জাতিসংঘ মহাসচিবের মিয়ানমারবিষয়ক স্পেশাল… বিশেষ দূত, তিনি আগেও বাংলাদেশে এসেছেন এবং আমাদের যে সাম্প্রতিক যে সংকট ২০১৭ সনের আগস্ট মাসে শুরু হয়েছে, এরপরে তিনি একাধিকবার বাংলাদেশে এসেছেন। তিনি রোহিঙ্গা ক্যাম্পেও গিয়েছেন। আগে যখন এসেছিলেন তখনো আমার সাথে তাঁর দেখা হয়েছে, কথা হয়েছে। এবারও তিনি এসেছেন এখানকার অবস্থা দেখতে। কিছুদিন আগেও তিনি রাখাইনে গিয়েছেন, সেখানকার পরিস্থিতি পর্যবেক্ষণ করেছেন।’

সাক্ষাতে কী কী বিষয়ে আলাপ হয়েছে জানতে চাইলে আবুল কালাম বলেন, ‘এখানে আমাদের সাথে যেটা আলোচনা হয়েছে- এখানকার বর্তমান পরিস্থিতি এবং আমরা যে প্রত্যাবাসনের জন্য প্রস্তুতি নিচ্ছি, সেটা কী অবস্থা (সেসব নিয়ে)। ওদিকে তিনি যে গিয়েছিলেন অতি সম্প্রতি রাখাইনে, তাঁর মুখ থেকে আমি কিছু শুনেছি সেখানকার পরিস্থিতি সম্পর্কে এবং এই ধারণা পাওয়া গেছে যে, সেখানে পরিস্থিতির গ্রাজুয়ালি, ক্রমান্বয়ে কিছু উন্নতি হচ্ছে, সেটি তিনি আমাদের সাথে শেয়ার করেছেন।’

‘এবং আমরা আলোচনা করেছি আরো কীভাবে এই প্রত্যাবাসনটাকে নিরাপদ এবং যেভাবে উভয় দেশের প্রতিশ্রুতি আছে… এটা তো একটা… স্বেচ্ছাসম্মতিভিত্তিক এবং নিরাপত্তা ও মর্যাদার সাথে প্রত্যাবাসন হবে, সেটা কীভাবে নিশ্চিত করা যায়। উভয় দেশের মধ্যে কী করণীয় আছে সেগুলো সম্বন্ধে আলোচনা হয়েছে’, বলেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার।

রোহিঙ্গা পরিস্থিতি ও প্রত্যাবাসনের সার্বিক কার্যক্রম দেখতে গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে তিনদিনের সফরে বিমানযোগে ক্রিস্টিন এস বার্গনা কক্সবাজার পৌঁছান। এরপর তিনি বিভিন্ন এনজিও সংস্থার প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন।

আজ শনিবার দুপুর থেকে ক্রিস্টিন টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করছেন। আগামীকাল রোববার উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন শেষে তাঁর ঢাকায় ফেরার কথা।

Advertisement