Beta

ভালুকায় বাকপ্রতিবন্ধী শিশুর লাশ উদ্ধার

১০ নভেম্বর ২০১৮, ১৭:২৫ | আপডেট: ১০ নভেম্বর ২০১৮, ১৮:২৯

মো. আলমগীর হোসেন, ভালুকা
ময়মনসিংহের ভালুকা উপজেলার পাঁচগাঁও গ্রামের বাসিন্দা ফজলুল হকের বাকপ্রতিবন্ধী মেয়ে ফারজানা আক্তার। ছবি : সংগৃহীত

ময়মনসিংহের ভালুকা উপজেলার পাঁচগাঁও গ্রামে ঝোপঝাড় থেকে ছয় বছর বয়সী বাকপ্রতিবন্ধী এক কন্যাশিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। শিশুটির শরীরে আঘাতের দাগ রয়েছে। তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।

নিহত শিশুর বাবা ফজলুল হক জানান, তাঁর বাকপ্রতিবন্ধী মেয়ে ফারজানা আক্তার গতকাল শুক্রবার সকালে বাড়ি থেকে নিখোঁজ হয়। পরে এলাকায় ও আত্মীয়স্বজনদের বাড়িতে খোঁজাখুঁজির পরও তাকে খুঁজে পাওয়া যায়নি। আজ সকালে ফজলুল হকের বাড়ির পাশের ঝোপঝাড়ে গলায় দড়ি বাঁধা অবস্থায় এক প্রতিবেশী তাঁর মেয়ের মৃতদেহ পড়ে থাকতে দেখে খবর দেয়।

ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মাজাহারুল ইসলাম জানান, শিশুটির লাশ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে এলে নিশ্চিত হওয়া যাবে ধর্ষণের ঘটনা ঘটেছে কি না।

Advertisement