Beta

নওগাঁয় রংপুর এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, রেল যোগাযোগ বিচ্ছিন্ন

০৯ নভেম্বর ২০১৮, ১৯:৩৮

ট্রেনের বগি লাইনচ্যুত। পুরোনো ছবি : এনটিভি

নওগাঁর আত্রাই উপজেলার শাহাগোলা নামক স্থানে রংপুর এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এর ফলে উত্তর ও দক্ষিণবঙ্গের সঙ্গে দেশের রেল যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। আজ শুক্রবার বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে।

এ ব্যাপারে আহসানগঞ্জ স্টেশন মাস্টার সাইফুল ইসলাম জানান, রংপুর এক্সপ্রেস ১৩টি বগি নিয়ে ঢাকা থেকে ছেড়ে আসে। আজ বিকেল ৪টার দিকে ট্রেনটি আত্রাই উপজেলার শাহাগোলা নামক স্থানে পৌঁছালে একটি বগি লাইনচ্যুত হয়। ফলে উত্তর ও দক্ষিণবঙ্গের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ রয়েছে।

সাইফুল ইসলাম আরো জানান, বগি লাইনচ্যুত হওয়ার খবর ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানানো হয়েছে। উদ্ধারকারী ট্রেন আসার পর বগিটি উদ্ধার করে ট্রেন চলাচল স্বাভাবিক করা হবে। তবে সন্ধ্যা সাড়ে ৬টা বাজলেও উদ্ধারকারী ট্রেন এসে পৌঁছায়নি।

এদিকে এই রুটে রেল যোগাযোগ বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছে শত শত ট্রেন যাত্রী।

Advertisement