Beta

ঐক্যফ্রন্টের দাবি মানা হলে শিডিউল পেছাতে পারে : কাদের সিদ্দিকী

০৮ নভেম্বর ২০১৮, ২৩:৩৮

বৃহস্পতিবার সন্ধ্যায় টাঙ্গাইলে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বঙ্গবীর কাদের সিদ্দিকী। ছবি : এনটিভি

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি ও ঐক্যফ্রন্ট নেতা বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী বলেছেন, নির্বাচনী শিডিউল কোরআনের বাণী নয়। যদি ঐক্যফ্রন্টের দাবি-দাওয়া মানা হয় তবে নির্বাচনী শিডিউল পেছাতে পারে।

বৃহস্পতিবার সন্ধ্যায় টাঙ্গাইলে নিজ বাসভবনে সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন কাদের সিদ্দিকী।

আগামীতে আন্দোলনের কর্মসূচি কী হতে পারে জানতে চাইলে কাদের বলেন, শুক্রবার রাজশাহীতে ঐক্যফ্রন্টের অনেক বড় একটি কর্মসূচি রয়েছে। মানুষের কাছে যাওয়ার চেয়ে রাজনীতিতে বড় কর্মসূচি আর হয় না।

এ সময় কৃষক শ্রমিক জনতা লীগের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বীরপ্রতীক ও জেলা কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি রফিকুল ইসলামসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Advertisement