Beta

খেলতে খেলতে হঠাৎ রাস্তায় গিয়ে শিশুর মৃত্যু

০৯ অক্টোবর ২০১৮, ১১:৪৪ | আপডেট: ০৯ অক্টোবর ২০১৮, ১১:৪৫

ঝিনাইদহ সদর হাসপাতালে শিশু সাব্বিরের লাশ। ছবি : এনটিভি

ঝিনাইদহ সদর উপজেলার পূর্ব কৃষ্ণপুর গ্রামে ইজিবাইক চাপায় সাব্বির (৭) নামের এক শিশু নিহত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। সাব্বির ওই গ্রামের ডাবলু মণ্ডলের ছেলে।

ঝিনাইদহ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দিলীপ কুমার সরকার জানান, সকালে বাড়ির ভেতরেই খেলছিল সাব্বির। হঠাৎ সে পাশের রাস্তার ওপর চলে আসে। এ সময়  ঝিনাইদহ জেলা শহরগামী একটি ইজিবাইক তাকে চাপা দেয়। সাব্বিরকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে আনার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Advertisement