Beta

খেলতে খেলতে হঠাৎ রাস্তায় গিয়ে শিশুর মৃত্যু

০৯ অক্টোবর ২০১৮, ১১:৪৪ | আপডেট: ০৯ অক্টোবর ২০১৮, ১১:৪৫

ঝিনাইদহ সদর হাসপাতালে শিশু সাব্বিরের লাশ। ছবি : এনটিভি

ঝিনাইদহ সদর উপজেলার পূর্ব কৃষ্ণপুর গ্রামে ইজিবাইক চাপায় সাব্বির (৭) নামের এক শিশু নিহত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। সাব্বির ওই গ্রামের ডাবলু মণ্ডলের ছেলে।

ঝিনাইদহ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দিলীপ কুমার সরকার জানান, সকালে বাড়ির ভেতরেই খেলছিল সাব্বির। হঠাৎ সে পাশের রাস্তার ওপর চলে আসে। এ সময়  ঝিনাইদহ জেলা শহরগামী একটি ইজিবাইক তাকে চাপা দেয়। সাব্বিরকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে আনার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ইউটিউবে এনটিভির জনপ্রিয় সব নাটক দেখুন। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি:

Advertisement