Beta

মাদারীপুর জেলা সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন

২৬ সেপ্টেম্বর ২০১৮, ১৯:৪৫

নিজস্ব প্রতিবেদক
মাদারীপুর জেলা সাংবাদিক কল্যাণ সমিতির সভাপতি গোলাম মাওলা আকন্দ ও সাধারণ সম্পাদক এম আর মুর্তজা। ছবি : এনটিভি

সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়নের লক্ষ্যে মাদারীপুর জেলা সাংবাদিক কল্যাণ সমিতির কমিটি গঠন করা হয়েছে। আজ বুধবার দুপুরে জেলা শহরের ড্রিম হাউস রেস্টুরেন্টে এই কমিটি গঠন করা হয়।

কমিটিতে দৈনিক যুগান্তর ও এটিএন বাংলার জেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক গোলাম মাওলা আকন্দকে সভাপতি ও এনটিভির জেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক এম আর মুর্তজাকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়।

সভায় দুই বছর মেয়াদি ২১ সদস্যবিশিষ্ট কমিটি গঠনের ঘোষণা দেওয়া হয়। কমিটির অন্যান্য পদে রয়েছেন সহসভাপতি সুবল বিশ্বাস, ইয়াকুব খান শিশির, শফিক স্বপন ও প্রদ্যুৎ কুমার সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল রিজভী, সহসাধারণ সম্পাদক অলিউর আহসান কাজল, সাংগঠনিক সম্পাদক সাগর হোসেন তামিম, অর্থবিষয়ক সম্পাদক সাব্বির হোসেন আজিজ, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক নাজমুল হক, দপ্তর বিষয়ক সম্পাদক এস এম রাসেল, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক এমদাদ খান, আইনবিষয়ক সম্পাদক রিপনচন্দ্র মল্লিক, ধর্মীয় ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক এস এম আরাফাত হাসান, সাহিত্য ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ম. হারুন অর রশিদ, কার্যকরী সদস্য নিত্যানন্দ হাওলাদার, আলী আকবর খোকা, আক্তার হোসেন বাবুল, নাজমুল হাসান বাসু ও মো. সালাউদ্দিন।

সভায় ৫৭ সদস্য বিশিষ্ট একটি প্রাথমিক সাধারণ সদস্যের নামের তালিকা প্রণয়ন করা হয়। আগামীতে আরো সাধারণ সদস্য নিয়ে একটি গঠনমূলক সমিতি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।

Advertisement