বৃহত্তর ঐক্য গড়ে তুলতে হবে : নজরুল

Looks like you've blocked notifications!
সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলমের স্মরণসভায় কথা বলেন বিএনপি নেতা নজরুল ইসলাম খান। ছবি:এনটিভি।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন,‘এ ধরণের অমানবিক এবং দানবিক সরকারের হাত থেকে দেশকে মুক্ত করার জন্য আরো বৃহত্তর আন্দোলন আরো বৃহত্তর ঐক্য গড়ে তুলতে হবে। চেষ্টা চলছে।’

আজ  শুক্রবার সকালে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার লালিয়ার হাটে সাবেক হুইপ সৈয়দ ওয়াহিদুল আলমের স্মরণ সভায় নজরুল ইসলাম খান এসব কথা বলেন।

নেতাকর্মীদের উদ্দেশে নজরুল ইসলাম খান বলেন,‘আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, দেশনেত্রী গ্রেপ্তার হওয়ার পর আমরা বিএনপির যারা নেতৃত্বে আছি,আমরা অত্যন্ত ঐক্যবদ্ধভাবে কাজ করছি। আপনারা আমাদের সেই সব নির্দেশ পালন করে চলেছেন। আগামী দিনে প্রয়োজনের তাগিদে যে সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন হবে,ইনশাল্লাহ আমরা সেই সিদ্ধান্ত নিব।’

স্মরণ সভায় পরিবারের পক্ষ থেকে আবেগাপ্লুত বক্তব্য রাখেন মরহুম সৈয়দ ওয়াহিদুল আলমের মেয়ে ব্যারিস্টার শাকিলা ফারজানা।

অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, দলের ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান, বরকত উল্লাহ বুলু, সেলিমা রহমান, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, সৈয়দা আশিকা আশরাফি পাপিয়া প্রমুখ।