নওগাঁয় ১৪ মামলার আসামি পিস্তলসহ গ্রেপ্তার

Looks like you've blocked notifications!
নওগাঁ সদর উপজেলার বুজরুক আতিথা গ্রাম থেকে ১৪ মামলার পলাতক আসামি আজাদুল ইসলামকে একটি বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি : এনটিভি

নওগাঁ সদর উপজেলার বুজরুক আতিথা গ্রাম থেকে ১৪ মামলার পলাতক আসামি আজাদুল ইসলামকে (৪৫) একটি বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার সকালে সদর উপজেলার বুজরুক আতিথা গ্রামের নিজ বাড়ি থেকে আজাদুলকে গ্রেপ্তার করা হয়।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হাই জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার উপপরিদর্শক (এসআই) আবদুল আনাম ও আবদুর রাজ্জাকের নেতৃত্বে পুলিশের একটি দল আজ সকালে আজাদুল ইসলামের বাড়িতে অভিযান চালায়। এ সময় শোয়ার ঘরে লুকিয়ে রাখা একটি বিদেশি পিস্তলসহ তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া আজাদুল ইসলামের বিরুদ্ধে নওগাঁর বিভিন্ন থানায় চারটি ডাকাতি, মাদক, অস্ত্রসহ মোট ১৪টি মামলা আছে। আটকের পর তাঁর বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে একটি মামলা করা হয়েছে।