সংকট উত্তরণে গণসংহতি আন্দোলনের প্রস্তাব

Looks like you've blocked notifications!
জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন জোনায়েদ সাকি। ছবি : এনটিভি

জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগেই বর্তমান সংসদ ভেঙে দিয়ে নির্বাচনকালীন ঐকমত্যের সরকার গঠনসহ রাজনৈতিক সংকট উত্তরণে কয়েকটি প্রস্তাব তুলে ধরেছে গণসংহতি আন্দোলন।

আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে একটি জাতীয় সনদ প্রস্তাব করে এর ভিত্তিতে জাতীয় ঐক্য তৈরির আহ্বান জানিয়েছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। সাংবিধানিক ক্ষমতা কাঠামো, বিচার বিভাগ ও নির্বাচন ব্যবস্থার বিভিন্ন সংস্কার প্রস্তাব তিনি এ সময় তুলে ধরেন।

জোনায়েদ সাকি বলেন, ‘সরকারি দলের দিক থেকে এও বলা হচ্ছে, যে বহাল অবস্থা আছে এর মধ্যেই নির্বাচন হবে; আসলে আসেন না আসলে না আসেন, পারলে ঠেকান। যে ভাষায় কথা বলা হচ্ছে তার মানে কিন্তু সরাসরি একটা সংঘাতকে আহ্বান জানানো যাচ্ছে। সংঘাতের বাইরে নতুন কোনো প্রস্তাব হাজির করা হচ্ছে না। সে কারণে আমরা মনে করি, এ জায়গাগুলোতে রাজনৈতিক দলগুলোকে এগিয়ে আসতে হবে।’