একবার সুযোগ দেন, দেখবেন উন্নয়ন কাকে বলে : এরশাদ

Looks like you've blocked notifications!
ঢাকা-১৭ আসন ক্যান্টনমেন্ট ও মিরপুর কচুক্ষেত এলাকায় আজ বৃহস্পতিবার দুপুরে নির্বাচনী প্রচারের সময় বক্তব্য দেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। ছবি : এনটিভি

মানুষের ভালোবাসা ও জনপ্রিয়তার কারণে জাতীয় পার্টি ছাড়া দেশের কোনো নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারম্যান এইচ এম এরশাদ।

আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা-১৭ আসন ক্যান্টনমেন্ট ও মিরপুর কচুক্ষেত এলাকায় নির্বাচনী প্রচারের সময় এ মন্তব্য করেন সাবেক এই রাষ্ট্রপতি।

জাতীয় পার্টির চেয়ারম্যান বলেন, ‘দেশে সুশাসন নেই, যা খুশি তাই হচ্ছে। ব্যাংক লুট হচ্ছে। আজকের খবরের কাগজে পড়েছেন নিশ্চয়ই, আমাদের দেশে কয়েকজন বিত্তশালী লোক… টাকা আসে কোথায় থেকে? চুরি করা টাকা, আপনাদের টাকা।’

‘আমি অনুরোধ করছি, আরেকবার আমারে সুযোগ দেন। আরেকবার সুযোগ দেন, আমি দেখাতে চাই, জাতীয় পার্টি দেখাতে চায়, উন্নয়ন কাকে বলে। আমরা দেখাতে চাই সুশাসন কাকে বলে।’

এরশাদ আরো বলেন, গুম আর খুনের রাজ্যে পরিণত হয়েছে দেশ। আর স্বাধীনতার পর দেশের সবচেয়ে বেশি উন্নয়ন জাতীয় পার্টি করেছে।

সাবেক এই সামরিক শাসক আরো বলেন, জাতীয় পার্টি ছাড়া এ দেশে কোনো নির্বাচন হবে না। কোনো দল জাতীয় পার্টির জায়গায় আসতে পারবে না।